ঢাকা, বৃহস্পতিবার ১৮, ডিসেম্বর ২০২৫ ২৩:২০:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ দুবাই গেলেন জাহানারা এবং রুমানা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৩ পিএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আগামীকাল রোববার ১ মে দুবাইয়ে শুরু হতে যাওয়া ‘ফেয়ারব্রেক’ আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে খেলতে আজ শনিবার ঢাকা ত্যাগ করেছেন দুই নারী ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদ।

আজ সকাল ৮টার দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন জাহানারা-রুমানা। দেশ ছাড়ার আগে হযরত শাহ জালাল বিমানবন্দরে ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন তারা।

১-১৫ মে অনুষ্ঠিতব্য  ১৯টি ম্যাচ টুর্নামেন্টের এবারের আসরে ৩০টি দেশের নারী ক্রিকেটাররা  ছয়টি দলে বিভক্ত হয়ে অংশ গ্রহণ করবেন।

এই টুর্নামেন্টে জাহানারা খেলবেন টিম ফ্যালকনের হয়ে। টিম ফ্যালকনের নেতৃত্বে আছেন নিউজিল্যান্ড অধিনায়ক সুজি বেটস। আর রুমানা খেলবেন বার্মি আর্মি দলের হয়ে।

২০১৩ সালে ‘উইমেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ’ নামে প্রতিষ্ঠিত হয় ফেয়ারব্রেক।

২০১৮ সালে প্রথম যুক্তরাজ্যে প্রীতি ম্যাচ আয়োজন করে ফেয়ারব্রেক। ২০১৯ সালে ১০টি দেশের ১৪ জন ক্রিকেটার নিয়ে গঠন করা হয়েছিল ফেয়ারব্রেক একাদশ। পরে তারা ৪টি ম্যাচ খেলে।