ক্যাপ্টেন হরমনপ্রীত এখন ডিএসপি
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:১৪ পিএম, ২ মার্চ ২০১৮ শুক্রবার | আপডেট: ০৪:৫৭ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার
ভারতীয় নারী টি-২০ ক্যাপ্টেন হরমনপ্রীত এখন ডিএসপি। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে পঞ্জাব পুলিশে যোগ দিলেন হরমনপ্রীত কর৷ সফরের মাঝেই সরাকারি চাকরি নিয়ে জটিলতা কেটে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি৷ অবশেষে নিয়োগপত্র হাতে নিয়ে চাকরিতে যোগ দিলেন হরমনপ্রীত৷
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ও পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল সুরেশ আরোরা হরমনপ্রীতের ইউনিফর্মে স্টার লাগিয়ে তাকে ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে স্বাগত জানান৷
পরে মুখ্যমন্ত্রী টুইটে অভিনন্দনও জানান হরমনপ্রীতকে৷ টুইটারে অমরিন্দর লেখেন, ‘ডিজিপি সুরেশ আরোরার সঙ্গে প্রতিশ্রুতিময়ী ক্রিকেটার হরমনপ্রীতের ইউনিফর্মে স্টার পিন করতে পেরে গর্বিত৷ হরমনপ্রীত পঞ্জাব পুলিশের ডিএসপি পদে যোগ দিলেন৷ এই নারী আমাদের গর্বিত করেছেন এবং আমি আত্মবিশ্বাসী ভবিষ্যতেও করবেন৷ ওর জন্য শুভেচ্ছা রইল৷’
হরমনপ্রীত এর আগে ভারতীয় রেলের কর্মী ছিলেন৷ স্পোর্টস কোটায় তিন বছর চাকরি করার পর পঞ্জাব পুলিশে যোগ দিতে চেয়ে রেলের কাছ থেকে ছাড়পত্র আবেদন করেন৷ অন্তত পাঁচ বছর কাজ করার শর্তে পশ্চিম রেলে যোগ দিয়েছিলেন তিনি৷ শর্ত ভাঙার দায় হিসাবে হরমনপ্রীতের কাছ থেকে প্রদেয় মাইনেসহ পাঁচ বছরের ‘বন্ডমানি’ ফেরত চায় রেলওয়ে৷
হরমনপ্রীত বিষয়টিতে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন৷ অমরিন্দর সিং কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি লিখলে সমস্যার সমাধান হয়৷ শেষমেশ কাঙ্খিত চাকরিতে যোগ দিতে পারলেন হরমনপ্রীত৷
