ঢাকা, বৃহস্পতিবার ১৮, ডিসেম্বর ২০২৫ ২৩:২২:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জয় দিয়ে আসর শুরু জাহানারাদের

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দুবাইতে হংকং ক্রিকেটের আয়োজনে ফায়ারব্রেক ইনভাইটেশনাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বুধবার রাতে মুখোমুখি হয় ওয়ারিয়র্স উইমেন ও ফ্যালকন উইমেন। বড় স্কোরের ম্যাচে শেষ পর্যন্ত ওয়ারিয়র্স উইমেনকে ৮ উইকেটে হারায় ফ্যালকন উইমেন।

সন্ধ্যায় টস জিতে ওয়ারিয়র্স উইমেনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ফ্যালকন। ব্যাট করতে নেমে দুই ওপেনারের জোড়া অর্ধশতকে বড় দারুণ শুরু পায় ওয়ারিয়র্স। ওপেনার হেলে ম্যাথুস ৩৫ বলে ৭টি চার ও ২টি ছয়ে ৫৮ রান করে ফেরেন সাজঘরে।

তিন নম্বরে ব্যাট করতে নেমে সিন্ধু শ্রীহার্শা ১৬ রান করে ফেরার পর আর উইকেট হারায়নি ওয়ারিয়র্স। আরেক ওপেনার জর্জিয়া রেডমাইনের ৬১ বলে ১১টি চারে করা ৮০ রানের অপরাজিত ইনিংসের মিগন ডু প্রেজের ১২ রানে ভর করে ২ উইকেটে ১৭৭ রান তোলে।

ফ্যালকনের হয়ে খেলা বাংলাদেশ পেসার জাহানারা আলম ছিলেন বেশ খরুচে। ৪ ওভারে ৮.৭৫ গড়ে দেন ৩৫ রান। ১টি করে উইকেট নেন সরনারিন টিপচ ও ম্যারিকো হিল।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ফ্যালকনের ওপেনিং জুটি থেকেই আসে ১৩৩ রান। সুজি বাতেশ ৪৩ বলে ৮টি চার ও ১টি ছয়ে খেলেন ৬০ রানের ইনিংস। তিন নম্বরে ব্যাট করতে নেমে তীর্থ সাতিশ ৯ রানে ফেরেন সাজঘরে। তবে ওপেনার চামারি আতাপাত্তুর ৫৫ বলে ১৩টি চার ও ৫টি ছয়ে অপরাজিত ১০৭ রানের ইনিংসে ভর করে ১ ওভার ২ বল আগেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে ফ্যালকন ওয়ারিয়র্স।