ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৮:৪৬:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদের ছুটিতে হাসপাতালে ২৪১১ ডায়রিয়া রোগী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৯ পিএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদুল ফিতরের ছুটিতে ডায়রিয়া আক্রান্ত হয়ে উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪১১ জন রোগী।

বৃহস্পতিবার (৫ মে) হাসপাতালের জনসংযোগ শাখার সিনিয়র ম্যানেজার তারিফুল ইসলাম খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ডায়রিয়া সংক্রমণের হার কিছুটা কমে আসলেও দৈনিক আক্রান্ত হয়ে আইসিডিডিআর,বিতে রোগী ভর্তির সংখ্যা এখনও পাঁচ শতাধিকের ওপরে।

তারিফুল ইসলাম জানান, ডায়রিয়া আক্রান্ত হয়ে আইসিডিডিআর,বি হাসপাতালে গত ১ মে ভর্তি হয়েছেন ৬৩১ জন রোগী। ২ মে ৫৫৯ জন, ৩ মে ৪২৯ জন, ৪ মে ৬৪১ জন এবং আজ (৫ মে) সকাল দশটা পর্যন্ত ১৫১ জন ভর্তি হয়েছেন।

তারিফুল ইসলাম খান বলেন, অন্যান্য সবার ঈদের ছুটি থাকলেও আমাদের স্বাস্থ্যকর্মীরা ডায়রিয়া প্রকোপ মোকাবিলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। হাসপাতালে রোগীর সংখ্যা কিছুটা কমে এলেও ডায়রিয়া পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

উল্লেখ্য, মার্চের মাঝামাঝি থেকেই দেশে ডায়রিয়া রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। গত ১৬ মার্চ সর্বপ্রথম এক হাজার ৫৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তির খবর জানিয়েছিল আইসিডিডিআর,বি। পরদিন (১৭ মার্চ) আরও এক হাজার ১৪১ জন রোগী ভর্তি হন। এরপর রোগীর সংখ্যা আরও বাড়তে থাকে। গত ৪ এপ্রিল রেকর্ড সংখ্যক ১ হাজার ৩৮৩ জন রোগী ভর্তি হয়েছিলেন।