ঢাকা, বৃহস্পতিবার ১৮, ডিসেম্বর ২০২৫ ২৩:২১:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুবাইতে রুমানাদের হারালো জাহানারারা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ এএম, ৭ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফেয়ার ব্রেক আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্টে শুক্রবার জয় পেয়েছে জাহানারা আলমদের ফ্যালকনস উইমেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা ৮ উইকেটে হারিয়েছে বার্মি আর্মি উইমেনকে।

রুমানা আহমেদদের বার্মি আর্মি আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। ব্যাট হাতে দিয়ান্দ্রা দোতিন ৫৯ বলে ১২টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৮০ রান করেন। এছাড়া কাভিশা এগোদাগে ২৪, হেদার নাইট ২০ রান করেন। ১৭টি রান আসে লরা উলভার্টের ব্যাট থেকে।বল হাতে জাহানারা ৪ ওভারে ২৬ রান দিয়ে ১টি উইকেট নেন।

১৫৩ রান তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ফ্যালকনস উইমেন। ব্যাট হাতে অধিনায়ক দানি ওয়াট ৪৯ বলে ৮টি চার ও ৪ ছক্কায় অপরাজিত ৭৬ রান করেন। ৩১ বলে চামিরা আতাপাত্তু করেন ৪২ রান। আর ২৩ বলে অপরাজিত ৩২ রান করেন ব্রিটনি কুপার।

রুমানা আহমেদ ২ ওভার বল করে ২২ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ২ ওভারে ২১ রান দিয়ে ১টি উইকেট নেন রুচিতা ভেঙ্কটেশ।