ঢাকা, বুধবার ১৭, ডিসেম্বর ২০২৫ ১৯:২৯:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ৭ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

খাদ্য নিরাপত্তায়, নারী উন্নয়ন, কৃষি উন্নয়ন, প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বকে পথ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।শনিবার (৭ মে) ‘বাঙালির আশীর্বাদ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা নিয়ে এখন সবাই বলতে পারি বাংলাদেশ সঠিক পথেই আছে।’

তিনি আরও বলেন, ‘৭ মে শেখ হাসিনা যেন দেশে আসতে না পারে, সে জন্য নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। দলীয় নেতাকর্মীরা যেন তাকে রিসিভ না করতে যান, সেজন্য কড়াভাবে নিষেধ করা হয়েছিল। এমনকি যে বিমানে আসবেন সেই বিমানকে লিখিতভাবে বলা হয়েছিল, শেখ হাসিনাকে যেন বহন না করা হয়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. মশিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রহমান, বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম শান্তনু প্রমুখ।