ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৮:৪৬:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফের বাড়ছে করোনা, দ্রুত টিকা নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ৯ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিভিন্ন দেশে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় সবাইকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

সোমবার (৯ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সভায় তিনি এ কথা বলেন।

খুরশীদ আলম বলেন, ইউরোপসহ পৃথিবীর অনেক দেশেই ফের করোনা বাড়তে শুরু করেছে। তাই সচেতনতার পাশাপাশি এখনও যারা টিকা নেননি, তাদের দ্রুত টিকার আওতায় আসার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। আমরা সফলভাবে টিকা কার্যক্রম পরিচালনা করেছি। টার্গেট করা প্রায় সবাইকেই প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এবার আমাদের লক্ষ্য বুস্টার ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পার্শ্ববর্তী দেশগুলোতে আবারও করোনা সংক্রমণ বাড়ছে। তাই সংক্রমণ থেকে বাঁচতে সবাইকেই অন্তত দুই ডোজ টিকা নিতে হবে। এ ছাড়া যাদের বুস্টার ডোজের সময় হবে, তারা দ্রুতই বুস্টার ডোজ টিকা নিয়ে নেবে।