পাওনা আদায়ে বিসিবির দুয়ারে ৫ নারী ক্রিকেটার
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০৫ পিএম, ১১ মে ২০২২ বুধবার
ফাইল ছবি।
নিজেদের পাওনা পারিশ্রমিক পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ফের ধন্না দিয়েছেন নারী ক্রিকেটাররা। বিসিবিকে এনিয়ে চিঠি দিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের পাঁচ নারী ক্রিকেটার।
এই পাঁচ নারী ক্রিকেটার হলেন, শায়লা শারমিন, তাহিন তাহেরা, তাজিন আক্তার, রূপা রায় ও ইতি মণ্ডল।
২০১৯ সালে মেয়েদের প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরটি মাঠে গড়িয়েছিল। সেবার শেখ রাসেল ক্রীড়া চক্র এই পাঁচ নারী ক্রিকেটারের পারিশ্রমিক পরিশোধ করেনি।
এবারের প্রিমিয়ার লিগ চলতি মাসে ২০ মে থেকে শুরু হতে যাচ্ছে। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বরাবর লেখা চিঠিতে এবারের ঢাকা লিগ শুরুর আগেই পারিশ্রমিকের বিষয়টির সুরাহা চেয়েছেন নারী ক্রিকেটাররা।
