ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৫:৩৩:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইউনিসেফের সাফল্যের গল্পে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৬ এএম, ১৪ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমে বাংলাদেশকে ‘কোভিড-১৯ টিকার সাফল্যের গল্প’ হিসেবে তালিকাভুক্ত করেছে জাতিসংঘের জরুরি শিশু তহবিলবিষয়ক সংস্থা ইউনিসেফ। একই সঙ্গে এ কার্যক্রমে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছে সংস্থাটি।

এ তালিকায় বাংলাদেশ ছাড়াও পেরু, ভিয়েতনাম ও ফিলিপাইনের নাম আছে।

সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্য মতে, ২০২১ সালের জুনে কোভ্যাক্সের টিকা দিয়ে বাংলাদেশ মাত্র চার শতাংশ মানুষকে সুরক্ষিত করে। কিন্তু এর কয়েক মাসের মধ্যে বাংলাদেশ নিজ উদ্যোগে এ কর্মসূচি অনেক এগিয়ে যায়। এতে গত এপ্রিল পর্যন্ত ৬৭ শতাংশ মানুষকে দুই ডোজ টিকাদানের আওতায় আনতে পেরেছে দেশটি, যা সত্যিই প্রশংসনীয়।

একই সঙ্গে ঝুঁকি নিয়ে টিকাদান কার্যক্রমে সহায়তাকারী বাংলাদেশের তরুণ স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে সংস্থাটি।

এর আগে, জাপানভিত্তিক প্রতিষ্ঠান নিক্কেই এশিয়ার পুনরুদ্ধার সূচকেও ১২১টি দেশের মধ্যে বাংলাদেশকে পঞ্চম স্থানে রাখা হয়।