ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ২০:০৪:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টানা ২৫ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১৫ মে ২০২২ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২৪ দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা যায়।
আজ রোববার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
এতে বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৩ জন। গতকাল শনাক্ত হয়েছিল ২২ জন।
দেশে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৩ জন। শনাক্তের হার দশমিক ৮৬ শতাংশ। আগের দিন ৩ হাজার ৯৬৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২২ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৫৫ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৯৩৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৪ জন। শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৫০ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৬৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৪১৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৬ শতাংশ।