বাংলাদেশ-ভিয়েতনামের সমৃদ্ধি ত্বরান্বিত হবে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:০২ পিএম, ৫ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ০৪:৪৮ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও ভিয়েতনামের পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশের সমৃদ্ধি ত্বরান্বিত হবে। ভিয়েতনাম বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াংয়ের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন স্পিকার।
তিনি আরো বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক সকল ক্ষেত্রে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ ইতোমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর ও মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের পার্লামেন্ট উপকৃত হতে পারে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বর্তমান সরকার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল এবং ২৮টি আইটি পার্ক প্রতিষ্ঠার কাজ হাতে নিয়েছে। যেখানে ভিয়েতনামের বিনিয়োগের সুযোগ রয়েছে।
ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরে ভিয়েতনামের রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংসদ ভবনের স্থাপত্যশৈলীর প্রশংসা করেন। এ সময় তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, অধিবেশন কক্ষ এবং বিভিন্ন লবি পরিদর্শন করেন।
