ঢাকা, সোমবার ২০, মে ২০২৪ ১৮:৫৮:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভোরের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৭ পিএম, ১৭ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) আরফানুল হক রিফাত এই মামলা করেন।জানা গেছে, গত ১৩ জুন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন সভায় কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে মনোনয়ন দেন। এরপর ১৫ জুন দৈনিক ভোরের কাগজের প্রথম পাতায় আরফানুল হক রিফাতের ছবি দিয়ে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কান্ডারি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর সর্বত্র শুরু হয় আলোচনা-সমালোচনা।

আরফানুল হক রিফাতের বরাত দিয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন জানান, সংবাদ প্রকাশের পর আমরা দৈনিক ভোরের কাগজে প্রতিবাদ পাঠিয়েছি। কিন্তু সেই প্রতিবাদ যথাস্থানে না ছাপার কারণে দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইকতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মুহাম্মদ রুহুল আমিন ও কুমিল্লার স্টাফ রিপোর্টার এম ফিরোজ মিয়ার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।