ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ১৩:১৪:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাগরে ৬৫ দিনের জন্য মাছ ধরা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৬ এএম, ২০ মে ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

আজ থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিনের জন্য সমুদ্রে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় ৬৫ দিনের জন্য সামুদ্রিক মৎস্য আহরণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালীন এ সময় ৪৭৫ প্রজাতির মাছ, চিংড়ি, হাঙর, লবস্টার, কাঁকড়াসহ সাগরে কিছুই ধরা যাবে না। আগে অনেকে ফিরলেও ঘোষণার পর সাগর থেকে ঘাটে ভিড়ছে ভোলার ফিশিং বোটগুলো।

এদিকে, জাটকা সংরক্ষণে দুই মাসের অভিযান শেষ হতে না হতেই আবারও নিষেধাজ্ঞা, মড়ার ওপর খাঁড়ার ঘা বলছেন জেলেরা। মাত্র ১৯ দিনের মধ্যে আরেকটি নিষেধাজ্ঞায় আবারও বেকার হয়ে পড়েছেন হাজার হাজার জেলে। দ্রুত সরকারি খাদ্য সহায়তার দাবি তাদের।

তবে কার্যক্রম সফলের পাশাপাশি কর্মহীন জেলেদের খাদ্য সহায়তায় আনার আশ্বাস দিয়েছে ভোলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম। তিনি জানান, জেলার ১ লাখ ৫৭ হাজার নিবন্ধিত জেলের মধ্যে সমুদ্রগামী ৬৩ হাজার ৯শ জেলেকে ৬৫ দিনে ৮৬ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে।