ঢাকা, মঙ্গলবার ৩০, এপ্রিল ২০২৪ ১১:০২:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যমুনার ভাঙনে বিলীন ২৫ বাড়ি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৪ এএম, ২১ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনা নদীর বিভিন্ন স্থানে ভাঙনে তীরবর্তী চার গ্রামের ২৫টি বসতবাড়ি বিলীন হয়ে গেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ।

তিনি বলেন, ভাঙনের সময় ‘জীবন বাঁচাতে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষা করতে পারেননি ক্ষতিগ্রস্তরা। ফলে তারা রাত থেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে প্রচণ্ড ঝড়ে যমুনা নদীতে ঢেউ দেখা দেয়। দেবে যেতে থাকে তীরবর্তী ভূমি। নদীতীরের আরকান্দি, ঘাটাবাড়ি, জালালপুর ও পাকুরতলা গ্রামের ২৫টি বসতবাড়ি নদীগর্ভে চলে যায়।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে শাহজাদপুরের ইউএনও শাহ মো. শামসুজ্জোহা বলেন, ভাঙনরোধে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। আর ক্ষতিগ্রস্তদের দ্রুত সরিয়ে নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।