ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ৮:২৫:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বর্ণের ভরিতে দাম বাড়ল ৪১৯৯ টাকা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২১ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম বাড়ায় দেশে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানো হয়েছে।

শনিবার শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া। আগামীকাল রবিবার থেকে স্বর্ণের নতুন এ দাম বাজারে কার্যকর করা হবে জানিয়েছে বাজুস।

বাজুস নির্ধারিত সোনার নতুন দাম অনুযায়ী, দেশে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮২ হাজার ৪৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৭৮ হাজার ৭৩২ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৬৭ হাজার ৫৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৫৬ হাজার ২২০ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকায় বিক্রি হবে।