ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ০:০৯:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শহীদ মিনারে শ্রদ্ধা শেষে প্রিয়ভাষিণীর দাফন বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:১৪ পিএম, ৭ মার্চ ২০১৮ বুধবার

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত ভাস্কর-মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বৃহস্পতিবার (৮ মার্চ)। ওইদিনই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রিয়ভাষিণীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করবেন।

শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

প্রয়াত ভাস্করের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (৬ মার্চ) দুপুরের পর প্রিয়ভাষিণীর মরদেহ পিংক সিটির বাসায় নেওয়া হবে। পরে নেওয়া হবে ল্যাবএইড হাসপাতালের হিমঘরে রাখার জন্য। তার ছোট ছেলে অস্ট্রেলিয়া থেকে ফিরবেন বুধবার (৭ মার্চ)।

মঙ্গলবার (৬ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেরদৌসী প্রিয়ভাষিণী।