ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ০:০৯:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হচ্ছে ডিসেম্বরই

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ এএম, ২৩ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডিসেম্বরেই চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে তেজগাঁও অংশ। তবে নানা জটিলতায় বাধার মুখে পড়েছে দ্বিতীয় পর্বের নির্মাণকাজ।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, পরের ভাগে কাজ করতে অন্তত ছয়টি প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করতে হবে। এ পথে টোল হার সহনীয় রাখার আশ্বাস কর্তৃপক্ষের।

 রাজধানীবাসীর আরেক স্বপ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ে। নানা প্রতিকূলতা পাশ কাটিয়ে আংশিক হলেও সেই স্বপ্ন এবার সত্যি হবার পথে। তিনটি ভাগে প্রকল্পের কাজ হলেও প্রথমপর্ব বিমানবন্দর থেকে তেজগাঁও অর্থাৎ প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশের অংশবিশেষ নিয়ে চালু হচ্ছে চলতি ডিসেম্বরেই।
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ-পিপিপির আওতায় পরিচালিত এ অংশের কাজ শেষ হয়েছে ৮০ ভাগের বেশি বলে জানা গেছে।
 রবিবার (২২ মে) প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইব্রাহীমসহ সংশ্লিষ্টরা। এ সময় সাংবাদিকদের কাজের অগ্রগতি সম্পর্কে জানানো হয়।
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইব্রাহীম বলেন, এ ধাপের কাজ অনেকটা নির্বিঘ্নে হলেও পরের ধাপ অর্থাৎ তেজগাঁও থেকে চিটাগাং রোড যেতে পড়তে হচ্ছে বেশ কিছু প্রতিবন্ধকতায়। হাতিরঝিল, কমলাপুরসহ ঢাকা দক্ষিণ সিটির সঙ্গে প্রকল্পের তৈরি হয়েছে বেশ কিছু সাংঘর্ষিকতা। এমআরটি লাইন পাঁচে এসেও পড়তে হচ্ছে বিপাকে।

 
যদিও কর্তৃপক্ষ বলছে, সমস্যা মিটিয়ে শিগগিরই সামনে এগোবে কাজ।
মুহাম্মদ ইব্রাহীম বলেন, হাতিরঝিল, কমলাপুরসহ ঢাকা দক্ষিণ সিটির সঙ্গে প্রকল্পের তৈরি হয়েছে বেশ কিছু সাংঘর্ষিকতা, তবে আশা করছি এগুলো মিটিয়ে ফেলতে পারব। সবার সঙ্গে সমন্বয় করে কাজটি করা হবে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং ড্যাং পেন বলেন, আমাদের কাজ খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে, যে প্রতিবন্ধকতা আছে, আশা করছি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করেই মিটিয়ে নেয়া যাবে।
এদিকে এখনও টোলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও তা নগরবাসীর জন্য বোঝা হবে না বলছেন তারা। প্রকল্পটি পুরোপুরি চালু হলে বিমানবন্দর থেক চিটাগাং রোড পর্যন্ত যাওয়া যাবে বিনা বাধায়। এ ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে ওঠা-নামার র‌্যাম।