ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ১৬:৫৮:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কেরোসিন ঢেলে অন্তঃসত্ত্বা গৃহবধূর গায়ে আগুন, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ২৮ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মালিবাগে পাপিয়া সারোয়ার (১৮) নামের এক অন্তঃসত্ত্বা নারীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। পাপিয়াকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী মো. রামিমকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ মে) দুপুরে নিজবাসায় ওই গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে দেন বলে জানিয়েছে পুলিশ।

পারিবারিক সূত্র জানায়, পাপিয়া মালিবাগে তার স্বামীর সঙ্গে থাকতেন। স্বামী রামিমের মোবাইল রিচার্জের দোকান রয়েছে। আজ দুপুর ১২টার দিকে ওই বাসায় পাপিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পাপিয়ার শরীরে আগুন জ্বলতে দেখেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে আসার পর ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির সদস্যরা পাপিয়ার স্বামী রামিমকে আটক করেন।

এদিকে এ ঘটনার জন্য রামিমকে দায়ী করেছেন পাপিয়ার মা পারভীন আক্তার।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব বলেন, পাপিয়ার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, রামিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছে।