আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০২ এএম, ৩০ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
আজ রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপ লাইনের জরুরি সংস্কার কাজ করার জন্য এসব এলাকায় গ্যাস বন্ধ রাখা হবে বলে জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
রোববার তিতাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩০ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় গ্যাসপাইপ লাইনের সংস্কার কাজ করা হবে।
গ্যাস বন্ধ রাখা হবে যেসব এলাকায়, মোহাম্মদিয়া হাউজিং, চানমিয়া হাউজিং এলাকাসহ আশপাশের এলাকা। সেই সঙ্গে পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
