ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ০:০৯:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রিয়ভাষিণীর কফিনে স্পিকার ও দীপু মনির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫৩ পিএম, ১০ মার্চ ২০১৮ শনিবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডা. দীপু মনি এমপি কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা ফেরদৌসী প্রিয়ভাষিণীর কফিনে আজ বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদন করেন।

স্বাধীনতা পদকে ভূষিত মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী গত ৬ মার্চ মঙ্গলবার ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বেলা ১১টায় তার কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়।


শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার বলেন, ফেরদৌসী প্রিয়ভাষিণী বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে প্রথম সারিতে ছিলেন। তিনি জাতির অনুপ্রেরণা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এই বীর নারীর আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

দীপু মনি  বলেন, তার জীবনযুদ্ধ থেকে আমরা প্রেরণা পাই। দেশ একজন মহান দেশপ্রেমীকে হারালো। তার অবদানের কথা জাতি ভুলবে না। তার প্রতি রইলো অকৃত্রিম শ্রদ্ধ ও ভালোবাসা।