একদিনে আরও ১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:১৯ পিএম, ৩০ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।সোমবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে মোট ৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫০ জন এবং ঢাকার বাইরে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৩৮ জন। সুস্থ হয়েছেন ২৮৭ জন রোগী। এ বছরে এখনও কেউ মারা যায়নি।
উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। সুস্থ হয়ে ছিলেন ২৮ হাজার ২৬৫ জন এবং মারা যান ১০৫ জন।
