ঢাকা, বুধবার ১৭, ডিসেম্বর ২০২৫ ১৫:৪৭:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৪০ তম বিসিএসের নন-ক্যাডারে আবেদন চলবে ২-১৬ জুন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

৪০ তম বিসিএসের প্রার্থীদের কাছ থেকে নন-ক্যাডার পদে চাকরির জন্য আবেদন চেয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও যাদের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি, তাদের থেকে এই আবেদন চাওয়া হয়েছে। আগামী ২ থেকে ১৬ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে হবে।

সোমবার (৩০ মে) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০ তম বিসিএসের যেসব প্রার্থীকে সুপারিশ করা হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর মধ্যে ৯ম, ১০ম, ১১তম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরির আবেদন করতে পারবেন।

আগামী ২ জুন থেকে আবেদন শুরু হবে, চলবে ১৬ জুন পর্যন্ত। টেলিটক বা পিএসসির ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে বিবেচনা করা হবে না।

গত ৩০ মার্চ ৪০ তম বিসিএসের ফল প্রকাশ করা হয়। এতে এক হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ক্যাডার পদে সুপারিশ করা হয়নি, এমন আট হাজার ১৬৬ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।