ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৭:৪০:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী আর্থিকভাবে স্বাবলম্বী হলে রাষ্ট্র উপকৃত হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:০৮ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:১৪ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী, তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভব হবে। এজন্য নারীদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নারী আর্থিকভাবে স্বাবলম্বী হলে রাষ্ট্র উপকৃত হবে।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে বাংলাদেশ ব্যাংক আয়োজিত ব্যাংকার-এস.এম.ই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, যে কোন উদ্যোগকে সফল করতে হলে অর্থায়ন খুবই জরুরী। নীতি নির্ধারনী পর্যায়ে নারীদের সে সুযোগ নিশ্চিত করা সম্ভব হলে নারীরা ক্ষমতায়িত হবে। ফলে সমাজের উন্নয়ন অগ্রযাত্রায় তারা বিশেষভাবে ভূমিকা পালন করতে সক্ষম হবে। একজন নারী আর্থিকভাবে স্বাবলম্বী হলে পরিবার, সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে।’
শিরিন শারমিন আরও বলেন, নারীদের ঋণ দেওয়া নিরাপদ। কারণ যখন তারা ঋণ গ্রহণ করে তখন তারা সর্বাত্মক চেষ্টার মাধ্যমে তা পরিশোধ করে, ফলে তারা ঋণ খেলাপি হয় না।
তিনি বলেন, নারীদের হিসাব সম্পর্কে প্রশিক্ষিত করতে হবে, তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ও রপ্তানিমুখী করতে সহায়তা দিতে হবে, সেবার কার্যক্রমকে সম্প্রসারিত করতে হবে, তাদের জন্য পুরস্কার প্রবর্তনের ব্যবস্থা করতে হবে এবং প্রদত্ত সুযোগগুলোকে প্রচারের ব্যবস্থা করতে হবে।’
নারী উদ্যোক্তাদের জন্য সমসুযোগ এবং কোন কোন ক্ষেত্রে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে উল্লেখ করে স্পিকার বলেন, এসএমই খাতকে যথাযথভাবে এগিয়ে নিতে পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী ভিতের উপর দাঁড়াতে সক্ষম হবে।
পরে স্পিকার ব্যাংকার-এস.এম.ই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০১৮ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবদুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে করিব বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ সেলিম।