ঢাকা, বুধবার ১৭, ডিসেম্বর ২০২৫ ১৬:১৮:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ৩ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের পাল্টাপাল্টি ঘোষণায় ক্যাম্পাসে সংঘর্ষের চাপা আশঙ্কা তৈরি হয়েছিলো। তবে সব আশঙ্কা উড়িয়ে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে পরীক্ষা।

শুক্রবার (৩ জুন) ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য ঢাকা ও বিভাগীয় সাত শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার ‘গ’ ইউনিটের জন্য আবেদন করেছেন ৩০ হাজার ৬৯৩ জন। আসন সংখ্যা ৯৩০। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জন।

গত বছরের মতো এবারও ‘গ’ ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট আর লিখিত পরীক্ষা হয়েছে ৪৫ মিনিট। এ পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রকাশ করা হবে।

এ বছর ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৩৪০ শিক্ষার্থী। মোট আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। শনিবার (৪ জুন) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ই জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ই জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।