ঢাকা, বুধবার ১৭, ডিসেম্বর ২০২৫ ১৫:৪৭:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ মিতা 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৬ পিএম, ৩ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রফেসর মিতা সফিনাজ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো.মাসুম আহমেদ স্বাক্ষরিত পত্রে এই তথ্য জানানো হয়। প্রফেসর মিতা সফিনাজ এর আগে নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। 

প্রফেসর মিতা সফিনাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার বাবা- মা দুইজনে  শিক্ষক ছিলেন। তার জন্ম নোয়াখালীতে। স্কুল- কলেজও সেখানে। স্বামী নুরুর রহমান নাংগলকোটে সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল এন্ড কমার্স কলেজের অধ্যক্ষ। প্রথম চাকরি কুমিল্লা সরকারি মহিলা কলেজ, ১৪তম বি সি এস। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষকতা করেন। তিনি বিএনসিসি, ময়নামতি রেজিমেন্টের ৮ব্যাটালিয়ন কমান্ডার, মেজরসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।