ঢাকা, বুধবার ১৭, ডিসেম্বর ২০২৫ ১৫:৪৫:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বদরুন্নেসা কলেজে হলের রুম দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৭ এএম, ৪ জুন ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ছাত্রীদের আবাসিক হলের রুম দখলের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার রাত আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পড়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন, তামান্না (২২), শ্রাবণী (২২), সেলিনা আক্তার শেলী (২৩), ঋতু আক্তার (২৩), নিয়া আক্তার (২০), মিতু (২০), রিমা আফরিন (২২), খাদিজা ইসলাম (২৫), শেলী (২০) ও নুসরাত জাহান বাঁধন (২২)।

সংঘর্ষের বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বদরুন্নেসা কলেজ থেকে আহত ১০ শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তবে তারা কিভাবে আহত হয়েছেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে কলেজের হল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার শেলী দলবল নিয়ে কয়েকটি কক্ষে তালা দেন। এরপর নুসরাত জাহান বাঁধন নামের এক শিক্ষার্থীর কক্ষে গিয়ে তিনিসহ কয়েকজনের ওপর হামলা করেন।

মূলত সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুনের অনুপস্থিতিতে পদ পাওয়ার পর থেকেই নতুন হল ও হলের রুম নিজের দখলে নেয়ার চেষ্টা এবং সিটের জন্য চাঁদা দাবি করে আসছিলেন শেলী। মূলত-এর জেরে সংঘর্ষের সূত্রপাত ঘটে।