ঢাকা, বৃহস্পতিবার ১৮, ডিসেম্বর ২০২৫ ১৫:৩৪:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সীতাকুণ্ডে হতাহতদের জন্য সাহায্য চাইলেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ৫ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দীর্ঘ হচ্ছে লাশের সারি। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রায় শতাধিক মানুষ। এই অগ্নি দুর্ঘটনায় শোকে আচ্ছন্ন পুরো দেশ। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদেরও প্রাণ কাঁদছে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য।

রোববার এক ফেসবুক পোস্টে তাসকিন সবাইকে সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেছেন, ‘আসুন চট্টগ্রামের সীতাকুন্ডের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, ফায়ার ফাইটার, ডাক্তার, পুলিশসহ উদ্ধারকার্যে অংশ নেয়া সবার জন্য দোয়া করি। যে যেভাবে পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই। হে আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো।’

এই ক্যাপশনের সঙ্গে কোলাজ করা ছবি জুড়ে দিয়েছেন তাসকিন। ছবির একটিতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া কন্টেইনার ডিপো এবং অপরটিতে আহতদের জন্য ওষুধ চেয়ে হাসপাতালের বাইরে প্ল্যাকার্ড হাতে দাড়িয়ে থাকা এক স্বেচ্ছাসেবককে দেখা যাচ্ছে।