ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১১:৫০:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্ব করোনা: ২৪ ঘণ্টায় শনাক্তের চেয়ে সুস্থ বেশি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৭ এএম, ৬ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ২ লাখ ৯৭ হাজার ৮৩০ জন আক্রান্ত হয়েছেন এবং ৪ লাখ ৪৩ হাজার ৮৫৭ জন সুস্থ হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে ৪৭৬ জনের।

সোমবার (৬ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৩ কোটি ৫৪ লাখ ৩১ হাজার ১১৫ জন। মৃত্যু হয়েছে মোট ৬৩ লাখ ২০ হাজার ৪০৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ কোটি ৬৪ লাখ ৫ হাজার ২৫০ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় উত্তর কোরিয়ায় কারও মৃত্যু না হলেও রোগী শনাক্ত হয়েছেন ৭৩ হাজার ৭৯০ জন। তাইওয়ানে আক্রান্ত ৬২ হাজার ১১০ জন এবং মৃত্যু ১২৪ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত ২২ হাজার ২৫৩ জন এবং মৃত্যু ২৯ জন, ফ্রান্সে আক্রান্ত ২০ হাজার ৫৪২ জন এবং মৃত্যু নেই, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১৯ হাজার ৫০৪ জন এবং মৃত্যু ২০ জন, ইতালিতে আক্রান্ত ১৫ হাজার ৮২ জন এবং মৃত্যু ২৭ জন এবং জাপানে আকান্ত ১৬ হাজার ৬২৭ জন এবং মারা গেছে ২৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।