রাজধানীতে স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৯ এএম, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
বৃষ্টির দেখা মিলেছে। টানা কয়েকদিনের অসহ্য গরমের পর রাজধানী ঢাকায় বৃষ্টি নেমেছে। এতে ভ্যাপসা গরম কমে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী।
বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে রয়েছে মেঘের গর্জন ও ঝোড়ো বাতাস।
সকাল ১০টার পর থেকেই ঢাকার আকাশে মেঘ জমতে থাকে। চারদিক থেকে মেঘ জমে আকাশ কালো হয়ে যায়। এরপর ১১টা নাগাদ নামে বৃষ্টি।
তবে বৃষ্টির কারণে প্রস্তুতি ছাড়া ঘর থেকে বের হওয়া লোকজনকে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে। অনেকেই দোকানের সামনে এবং বিভিন্ন জায়গায় আশ্রয় নেন।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও এর আশপাশ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রাও ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে আদ্রতা ছিল ৮৯ শতাংশ।
