ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১১:৪০:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাঙ্কিপক্স ঠেকাতে যে পরামর্শ দিচ্ছেন জার্মানির বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ১০ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত কিছুদিনে জার্মানিতে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েছে। দেশটিতে এখন আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে জার্মানির টিকা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি একটি নির্দেশনা জারি করেছে। তাতে বলা হয়েছে, যে ব্যক্তিরা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি গেছেন, অথবা যাওয়ার সম্ভাবনা আছে, তারা যেন দ্রুত টিকা নিয়ে নেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

মাঙ্কিপক্স স্মলপক্সেরই একটি ধরণ। ফলে চিকিৎসকেরা স্মলপক্সের টিকা নেয়ারই পরামর্শ দিয়েছেন। তবে যেহেতু টিকা অপ্রতুল, তাই সকলকে টিকা নেয়ার পরামর্শ দেওয়া হয়নি। কেবলমাত্র যারা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি গেছেন, তাদেরকেই টিকা নিতে হবে। বয়স্কদের জন্যও টিকা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

মাঙ্কিপক্স ছোঁয়াচে। যৌনমিলনের ফলেও এই রোগ সংক্রমিত হতে পারে। তবে করোনার মতো এটি কোনো প্যানডেমিক নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে এই রোগ নিয়ে অযথা উত্তেজনা ছড়ানোর প্রয়োজন নেই বলেও জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গত কয়েকমাসে বিশ্বের প্রায় ২০টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। জার্মানি তার মধ্যে অন্যতম।