ঢাকা, বুধবার ১৭, ডিসেম্বর ২০২৫ ৫:০৭:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শুক্রবার শুরু হচ্ছে বঙ্গমাতা জাতীয় নারী উশু চ্যাম্পিয়নশিপ

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১৫ জুন ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ উশু ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং গাজী গ্রুপের আর্থিক সহযোগিতায় আগামী শুক্রবার শুরু হচ্ছে ‘বঙ্গমাতা গাজী গ্রুপ জাতীয় নারী উশু চ্যাম্পিয়নশীপ ২০২২।

রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়নশীপের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু নারী উন্নয়ন কমিটির সদস্য সচিব শারমিন সুলতানা সালমা, অর্গানাইজিং কমিটির সদস্য আবু মুসা ও সাংগঠনিক কমিটির সহ-সম্পাদক লায়ন খন্দকার সেলিম।

দুই দিনব্যাপী প্রতিযোগিতায় ১৬টি দলের ২২০জন খেলোয়াড়  ১৬টি ইভেন্টে অংশ গ্রহণ করবেন।

মার্শাল আর্টভিত্তিক খেলা উশু মূলত চাইনিজ কুংফু।  ‘উ’ অর্থ মার্শাল এবং ‘শু’ অর্থ আর্ট। উশু চায়নিজ ম্যান্ডারিন ভাষার একটি শব্দ যার অর্থ মার্শাল আর্ট। সাধারণত এই খেলাটি কুংফু নামে ব্যাপকভাবে পরিচিত। প্রায় চার হাজার বছর আগে চীন দেশে এই খেলার উৎপত্তি। বর্তমানে এটি উশু খেলা নামে শতাধিক দেশে জাতীয় পর্যায়ে এবং আর্ন্তজাতিক পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে।

উশুকে বাংলাদেশে জনপ্রিয় করতে নানা রকম উদ্যোগ নেয়া হয়েছে।