ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ১৫:১০:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অর্থ বিভাগের সিনিয়র সচিব হলেন ফাতিমা ইয়াসমিন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাতিমা ইয়াসমিন।

ফাতিমা ইয়াসমিন।

পদোন্নতি পেয়ে অর্থ বিভাগের সিনিয়র সচিব হলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন। দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থসচিবের দায়িত্ব পেলেন তিনি।

ফাতিমা ইয়াসমিন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন। আগামী ১১ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ জুন) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিনকে অর্থ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। আগামী ১১ জুলাই অর্থ সচিব হিসেবে তার নিয়োগ কার্যকর হবে।

অপর এক প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব করা হয়েছে।

ফাতিমা ইয়াসমিন ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতিতেও স্নাতকোত্তর করেছেন তিনি।