শরীরে মুরগির ডিম ঢুকিয়ে ৬০টি ডিম পারলেন তরুণী
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৪ এএম, ১৭ জুন ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন সময়েই অদ্ভুত সব কাজ করতে দেখা যায় নেটিজেনদের। কিন্তু তাই বলে ডিম পাড়া? এমনই কাণ্ডের কথা কখনো শুনেছেন? না শুনেনি তো, তবে এমনটাই ঘটালেন কানাডার মডেল অ্যালিস আরভিং।
বছর চব্বিশের অ্যালিস প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে কাজ করেন। এক সহকর্মীর সঙ্গে মিলে ভক্তদের জন্য নতুন কিছু করার পরিকল্পনা করেন তিনি। তখন তার বন্ধু তাকে পরামর্শ দেন খরগোশ সাজার। পুরো বিষয়টিকে আরো বিচিত্র করতে তারা ঠিক করেন, খরগোশের মতো ডিম পাড়বেন তারা।
স্থানীয় একটি সংবাদসংস্থাকে অ্যালিস জানিয়েছেন, তিনি প্রাথমিক ভাবে ভেবেছিলেন নকল ডিম ব্যবহার করা হবে পুরো বিষয়টিতে। কিন্তু ভিডিও তৈরির সময় তিনি দেখেন, সত্যিকারের মুরগির ডিম নিয়ে হাজির হয়েছেন তার বন্ধু। আসল ডিম দেখে ঘাবড়ে গেলেও চুক্তির কারণে পুরো বিষয়টি করতে বাধ্য হন তিনি। সেই ডিম দেহের ভিতর ঢুকিয়ে এক এক করে সেই ডিম পাড়ার ভিডিও করা হয়। এ ভাবে প্রায় ৬০টি ডিম পাড়তে হয় তাকে।
সূত্র: আনন্দবাজার
