ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১০:০৮:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্ব করোনা: মৃত্যু ও শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১০ এএম, ১৯ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭০৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ২১৬ জন।

রোববার (১৯ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে গতকাল (শনিবার) এক হাজার ৪৯ জনের মৃত্যু এবং ৪ লাখ ৯১ হাজার ৭৪৩ জন আক্রান্ত হয়েছিলেন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৪০ লাখ ৪০ হাজার ৪৩ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৪০ হাজার ১৯৯ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে সবচেয়ে বেশি ৮০ হাজার ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি ১৮১ জন মারা গেছেন তাইওয়ানে।

এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ৯৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১২৭ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৪৯ জন এবং মারা গেছেন ২৪ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন। উত্তর কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৭০ জন এবং মারা গেছেন ৭৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৭১ জন এবং মারা গেছেন ৪৫ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭৭৯ জন এবং মারা গেছেন ২৩ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৯২৭ জন এবং মারা গেছেন ৬৪ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৭৮ জন এবং মারা গেছেন ৩২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।