আরও ২৭ ডেঙ্গু রোগী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ২১ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৭ জনের দেহ ডেঙ্গু ধরা পড়েছে। এনিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১১০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।মঙ্গলবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৭ জনসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১১০ জন। তাদের মধ্যে ১০৬ জন ঢাকায় ও চারজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ৮০৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৯৭ জন। তবে কারও মৃত্যু হয়নি।
উল্লেখ্য, ২০২১ এ সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। মৃত্যু হয় ১০৫ জনের।
