ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৮:২৯:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় মৃত্যু এক, শনাক্ত ১৩১৯

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ২৩ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু এবং এক হাজার ৩১৯ জন রোগী শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে গতকাল (বুধবার) একজনের মৃত্যু এবং এক হাজার ১৩৫ করোনায় আক্রান্ত হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ২১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।