ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ০:১১:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমী হও : তারানা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ১৭ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ০৪:৪৭ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার

তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম শিশু-কিশোরদের প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দেশপ্রেমী হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তোমরা বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমী হও। বড় হয়ে তাঁর আদর্শকে ধারণ করে দেশসেবা করবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্কুল জীবন থেকেই শিশুদের ভালবাসতেন। তাদের বিপদ-আপদে কাছে থেকে লড়াই করেছেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় কম বয়সে। তিনি ছোট বেলা থেকেই মানুষের অধিকার আদায়ের কাজ শুরু করেন। এ জন্যে তাকে ছাত্র জীবনেই জেলে যেতে হয়েছে। রাজনৈতিক জীবনে ১৪ বছর তিনি কারাগারে ছিলেন, কিন্তু পিছু হটেননি।
প্রতিমন্ত্রী শিশুদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধু ছিলেন ভীষণ সাহসী। কোনদিন মাথা নত করেন নাই। এ কারণেই সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর নেতৃত্বে নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। তোমরা বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামকে জানবে।
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম আজ বাংলা একাডেমির নজরুল মঞ্চে ‘বঙ্গবন্ধুর গল্প শোনো’ শীর্ষক শিশু-কিশোর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিবস উপলক্ষ্যে বাংলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনায় অংশ নেন কবি হাবীবুল্লাহ সিরাজী, অধ্যাপক মেরিনা জাহান ও অভিনয় শিল্পী শমী কায়সার। শুরুতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপন করে শিশু শিল্পী ফারহান সাদিক সামি। অনুষ্ঠান পরিচালনা করেন সুভাষ সিংহ রায়। এতে কয়েকশ’ শিশু-কিশোর অংশ নেয়।
শমী কায়সার গল্প বলার ডঙে জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শিশুদের মাঝে উপস্থাপন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর বাবা মা তাঁকে খোকা বলে ডাকতেন। সেই খোকাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তোমাদের মতো ছোট থাকাকালে এই খোকা ছিলেন ভীষণ সাহসী। চারপাশের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এই খোকাই আমাদের স্বাধীনতা ও জাতীয় পতাকা দিয়েছেন, বাংলাকে রাষ্ট্র ভাষা করেছেন, বাঙালি জাতিকে প্রতিষ্ঠা করেছেন।
অধ্যাপক মেরিনা জাহান বলেন, বঙ্গবন্ধু, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-এই চারটি বিষয় অবিচ্ছিন্ন স্বত্তা। আমরা যে বাঙালি জাতি সেটাও স্বাধীনতা পাওয়ার মধ্যদিয়ে বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করে গেছেন। তোমরা বঙ্গবন্ধুর শিশুকাল পড়বে। জানতে পারবে তিনি বিশ্বের কত বড় আপসহীন নেতা ছিলেন।
কবি হাবীবুল্লাহ সিরাজী অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবি শামসুর রাহমানের ‘অমর নাম’ ও ছড়াশিল্পী আমীরুল ইসলামের লেখা ‘একটি ছেলে’ কবিতা দুটি আবৃত্তি করেন।