ঢাকা, বুধবার ০৮, মে ২০২৪ ২৩:১৪:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ৬৬

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪০ এএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪৮৬টি নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।

মঙ্গলবার (২৮ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

জানা গেছে, চট্টগ্রাম নগর এলাকায় নতুন আক্রান্ত ৬১ জন এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭৮ জন। এর মধ্যে নগর এলাকায় ৯২ হাজার ৫১০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৬৮ জন।

উল্লেখ্য, এখন পর্যন্ত মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন নগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।