ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ০:১০:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

একদিনে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, নতুন আক্রান্ত ৪৭ জনের মধ্যে ৪৬ জনই ঢাকায় এবং একজন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে ১৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৩১ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছে ৮ জন।

চলতি বছর এখন পর্যন্ত এক হাজার ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৮৬ জন এবং মৃত্যু হয়েছে একজনের।

উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।