ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ০:০৯:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ওয়াসার পানি ফিল্টার না করেই ভরা হয় জারে!

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ০৩:৫৬ পিএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার

খাবার পানি পরিশোধন না করে বাজারজাত করায় রাজধানীর পল্টন এলাকায় ৫ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাব-৩ এর ভ্রাম্যমান আদালত।

ওয়াসার পানি ফিল্টার না করে সরাসরি জারে ভরে বাজারে বিশুদ্ধ পানির নামে বিক্রি করা হয়। অাবার ফিল্টারিং করার যন্ত্রে ময়লা ও অাবর্জনা রয়েছে। ভ্রাম্যমান অাদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার অালম এ তথ্য জানান।

তিনি বলেন, ওয়াসার পানি ফিল্টারিং না করে সরাসরি জারে ভরে বিক্রি করা হয়। অভিজানের পর ৪ হাজার ২’শ পানির জার ধ্বংস করা হয়েছে। ২টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।