ঢাকা, রবিবার ০১, ফেব্রুয়ারি ২০২৬ ২:০৮:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিষিদ্ধের পর এবার ভিন্ন নামে ‘র‍্যাগ ডে’ পালনের সিদ্ধান্ত ঢাবির

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ৩০ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০ সালে ‘র‍্যাগ ডে’ নিষিদ্ধ করলেও এবার এই অনুষ্ঠান ‘শিক্ষা সমাপনী উৎসব’ নামে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই উৎসব পালনে আটটি নীতিমালাও তৈরি করেছে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভা।

বুধবার (২৯ জুন) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘শিক্ষা সমাপনী উৎসব’ পালনের ক্ষেত্রে যে ৮ নিয়ম মানতে হবে, সেগুলো হলো-

১. ‘র‍্যাগ ডে’র পরিবর্তে একদিনের এ অনুষ্ঠানটির নামকরণ হবে ‘শিক্ষা সমাপনী উৎসব’

২. সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক ও ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে সভা করে অনুষ্ঠান সূচি চূড়ান্ত করবেন

৩. নিজ নিজ বিভাগ বা ইনস্টিটিউটের ভবন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান করা যাবে

৪. টিএসসিতে সমবেত হয়ে পথচারীদের চলাচল স্বাভাবিক রেখে র‍্যালি করা যাবে

৫. ক্লাস চলাকালীন উচ্চস্বরে বাদ্য-বাজনা পরিহার করতে হবে

৬.বিভাগ বা ইনস্টিটিউটের সংশ্লিষ্টতায় দুপুরে অথবা রাতে আপ্যায়নের ব্যবস্থা করা যাবে

৭.‘শিক্ষা সমাপনী উৎসবে’র সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ১০টার মধ্যে শেষ করতে হবে

৮. বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে