ঢাকা, বৃহস্পতিবার ১৮, ডিসেম্বর ২০২৫ ৭:২৩:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বায়ার্ন কোচের সঙ্গে প্রেম করে বিপাকে নারী সাংবাদিক!

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ১ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগেলসম্যানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিপদেই পড়েছেন জার্মান নারী সাংবাদিক লেনা উরজেনবার্জার। তাদের প্রেমের সম্পর্কের খবর জানাজানি হওয়ার পর বায়ার্নের কাভারেজ থেকে তাকে সরিয়ে দিয়েছে বিখ্যাত জার্মান পত্রিকা বিল্ড।

গত জুনে বিল্ড জানিয়েছিল, স্ত্রী ভেরেনা নাগেলসম্যানের সঙ্গে দেড় দশকের সম্পর্কের ইতি টেনেছেন বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসম্যান। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা।
তবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরই নতুন সম্পর্কে জড়িয়েছেন সাবেক আর বি লাইপজিগ কোচ নাগেলসম্যান। সম্প্রতি স্পেনের পর্যটন দ্বীপ ইবিজায় বিল্ডের সেই নারী সাংবাদিকের সঙ্গে তার কিছু ছবি ফাঁস হয়। এরপরই ওই সাংবাদিককে বায়ার্নের কাভারেজ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিল্ড।

মূলত ‘স্বার্থের দ্বন্দ্বের’ (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) কারণেই বিল্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত দুই বছর ধরে বিল্ডের বায়ার্ন কাভারেজের অংশ ছিলেন লেনা উরজেনবার্জার। বায়ার্নের আগে বিল্ডের হয়ে আরেক বুন্দেসলিগা ক্লাব ওয়ের্ডার ব্রেমেনেরও কাভারের দায়িত্ব ছিলেন তিনি।

বর্তমান ফুটবল দুনিয়ার সবচেয়ে সম্ভাবনাময় তরুণ কোচদের অন্যতম নাগেলসম্যান। আর বি লাইপজিগে তার অসাধারণ কোচিং নজর কেড়েছিল সবার। বেশ কিছু ইংলিশ ক্লাব তাকে সে সময় কোচ হিসেবে নিয়োগ দিতে আগ্রহও দেখিয়েছিল। তবে নাগেলসম্যান নিজ দেশ জার্মানিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন, ২০২১ সালে হান্সি ফ্লিকের বিদায়ের পর বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেন তিনি।