ঢাকা, বুধবার ১৭, ডিসেম্বর ২০২৫ ৩:৩৩:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইতালির ফুটবলে প্রথম নারী রেফারি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ৩ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রেফারিংয়ে নতুন একযুগে প্রবেশ করতে যাচ্ছে ইতালিয়ান ফুটবল। আসন্ন ২০২২-২৩ মৌসুমের জন্য সিরিএ লিগের ইতিহাসে প্রথম নারী রেফারি নিয়োগ দেওয়া হয়েছে। 

আর এর মাধ্যমে ইতিহাসে নাম লেখাতে যাচ্ছেন মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি। 

গত বছর প্রথম নারী রেফারি হিসেবে ইতালিয়ান কাপের একটি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। এবার আরও বড়পরিসরে কাজ করার সুযোগ পেলেন ৩১ বছর বয়সি কাপুতি।

কাপুতির রেফারিতে হাতেখড়ি হয় ২০০৭ সালে মাত্র ১৬ বছর বয়সে।  ইতালিয়ান রেফারি অ্যাসোসিয়েশনে যোগ দেন সেই সময়ে। এর পরের আট বছর প্রাদেশিক ও আঞ্চলিক সব লিগে ম্যাচ পরিচালনা করেছেন কাপুতি। 

এর পর ২০১৫ সালে দেশটির চতুর্থ সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা সিরিডি-এর ম্যাচ পরিচালনার সুযোগ পান। 

২০১৯ সালে তিনি নারী ইউরোর বাছাইপর্বের ম্যাচ পরিচালনার দায়িত্ব পান। পরের বছর তিনি সিরিসি-এর রেফারিংয়ের সুযোগ পান। সে বছরই তিনি সিরিবি-এর একটি ম্যাচ পরিচালনা করেন। এবার তার পা পড়তে যাচ্ছে সিরিএ-এর আঙিনায়।