রাজধানীতে দুই নারীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৩২ এএম, ২১ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ১০:২৯ পিএম, ২১ মার্চ ২০১৮ বুধবার
রাজধানীর কালাচাঁদপুরের একটি বাসা থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা দুইজনেই গারো সম্প্রদায়ের।সম্পর্কে তারা মা-মেয়ে হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে গুলশানের কালাচাঁদপুরের ওই বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম জানান, কালাচাঁদপুরের সাততলা ওই বাসার চারতলার বাসায় লাশ দুটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি হত্যাকাণ্ড।
আমিনুল ইসলাম বলেন, ‘এই দুই গারো নারী সম্পর্কে মা-মেয়ে হতে পারে। তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। নিহতদের মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।’
আলামত সংগ্রহ করার পর লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
