ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৯:৫০:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে করোনায় আরও ১৫৯৪ মৃত্যু, আক্রান্ত ৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৭৬২ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯৪ জনের।শুক্রবার (৮ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার ৫৬২ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৬৮ হাজার ৭৭০ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে ১০৫ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৬২ জন। একই সময়ে মেক্সিকোতে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ১১৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬০ জনের।

গত একদিনে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩২০ জনের এবং শনাক্ত হয়েছে ৯১ হাজার ৪৭২ জনের। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৭ হাজার ২৪০ জন এবং মৃত ৯৪ জন। রাশিয়ায় আক্রান্ত ৩ হাজার ৩৫৯ জন এবং মৃত্যু ৫২ জনের। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৬১ হাজার ২৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৮৯ জনের। ব্রাজিলে মৃত ২৯৭ জন এবং আক্রান্ত ৭৩ হাজার ৩৬৫ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৬০ জন এবং আক্রান্ত ৪৩ হাজার ১৩০ জন।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৮৪৫ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। একই সময়ে কানাডায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৪০৮ জন এবং ১০৩ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮২ জন এবং মৃত্যু হয়েছে ৬৮ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।