ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ৬:৪৩:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় সাতজনের মৃত্যু, শনাক্ত ১৬১১

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০২ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬১১ জন। শুক্রবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে, গতকাল (বৃহস্পতিবার) তিনজনের মৃত্যু এবং ১ হাজার ৭৯০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৯৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৫৮০টি নমুনা। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬১১ জনের। মৃত্যু হয়েছে সাতজনের। সুস্থ হয়েছেন ৮৯০ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু সাতজনের মধ্যে ঢাকায় পাঁচজন এবং রাজশাহী ও খুলনায় একজন করে মারা গেছেন। মৃতদের চারজন পুরুষ, তিনজন নারী।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ১১ হাজার ৩৬৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।