ওমরাহ পালন করতে গেছেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:১৬ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী স্বপরিবারে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে জেদ্দা গেছেন।
আজ বৃহস্পতিবার সকালে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
শিরীন শারমিন চৌধুরী পবিত্র ওমরাহ পালন ও মদিনা জিয়ারত শেষে ২৬ মার্চ ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।
স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
