মোড়ে মোড়ে কোরবানির মাংসের বাজার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩২ পিএম, ১১ জুলাই ২০২২ সোমবার
ফাইল ছবি
রাজধানীর মোড়ে মোড়ে কোরবানির মাংসের অস্থায়ী বাজার বসেছে। বিভিন্ন বাসা-বাড়ি থেকে সংগ্রহ করা এসব মাংস প্রতিকেজি ৩০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
রোববার (১০ জুলাই) দুপুরের পর মোহাম্মদপুর, মালিবাগ, খিলগাঁও রেলগেট, মিরপুর, খামারবাড়ি, পুরান ঢাকা, কারওয়ান বাজারসহ বেশি কিছু এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।
বাড়ি বাড়ি ঘুরে নিম্ন আয়ের মানুষের সংগ্রহ করা কিংবা কাজের বিনিময়ে পাওয়া মাংসই এসব বাজারে বিক্রি করা হয়। বিভিন্ন শ্রেণির মানুষের পাশাপাশি অনেক হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীকেও এসব বাজার থেকে মাংস সংগ্রহ করতে দেখা গেছে।
টিটু নামে এক ক্রেতা জানান, কোরবানি দেওয়ার সামর্থ নেই। বাড়ি বাড়ি গিয়ে মাংসও চাইতে পারি না। তাই এখান থেকে কম দামে কিছু মাংস কিনলাম।
মিরপুরের হোটেল ব্যবসায়ী মুন্না জানান, কম দামে মাংস কিনে রাখছি। পরে হোটেলে বিক্রি করতে পারব। অন্যান্য সময় এতো কম দামে গরু-ছাগলের মাংস পাওয়া যায় না।
কয়েকজন মৌসুমি কসাই জানান, তারা দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীতে এসেছেন। বিভিন্ন জায়গায় কাজ করে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত মাংস পেয়েছিন তারা। এসব মাংস বাড়ি নিতে নিতে নষ্ট হয়ে যাবে, তাই বিক্রি করে দিচ্ছেন।
এ ছাড়া নিম্নবিত্ত শ্রেণির কিছু মানুষ বিভিন্ন এলাকা থেকে মাংস সংগ্রহ করে এসব হাটে বিক্রি করেন। যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই তারাই মূলত এ সব মাংসের ক্রেতা।
