ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৯:৪৯:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সারাদেশে নতুন ৫১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০১ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৩৯ জন ভর্তি হয়েছে। তাছাড়া ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ১২ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।  ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১২৬ জন এবং অন্যান্য বিভাগে ৪৩ জন রোগী ভর্তি রয়েছে। 

এ পর্যন্ত  মোট ডেঙ্গু রোগী ভর্তি ১ হাজার ৫২৮ জন এবং ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৩৫৮ জন ।