মমেকের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:১৮ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার
ফাইল ছবি।
ময়মনসিংহ মেডিকেলের কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুইজন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ জন।
আজ বুধবার (১৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহীউদ্দীন খান মুন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নেত্রকোনা জেলার দুলাল পাল (৬০) এবং ময়মনসিংহ সদর উপজেলার এ এফ এম সিদ্দিক (৬০) নামে দুই জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ১৩ জন রোগী। বর্তমানে আইসিইউতে ৪ জনসহ মোট ২৬ জন রোগী চিকিৎসাধীন আছেন।
